,

সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ

City Residential Model College

EST: 2017, EIIN:138497

About Us / Mission & Vission


jpg

Mission & Vission

শিক্ষা হলো সেই আন্দোলন যা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আর ভালো শিক্ষা হলো একটি ভালো  ভবিষ্যতের মূল ভিত্তি। পশ্চাৎপদ এই জনপদে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের আদর্শ, দেশপ্রেম, সৃজনশীল প্রতিভাবাপন্ন  ও আদর্শ দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার ব্রতো নিয়ে রংপুর বিভাগের অন্তর্গত দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় ২০১৪ যাত্রা শুরু করে সেরাজ-মর্জিনা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান “সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল”।  প্রতিষ্ঠানটির দ্রুতো শফলতার  কারনে ২০১৭ "সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ’ নামে আরো একটি শ্বতন্ত্র প্রতিষ্ঠান যাত্রা শুরু হয়। একটি শিক্ষা প্রতিষ্ঠান মানুষকে শুধু শিক্ষাই প্রদান করে না বরং সফল ও রুচিশীল মানুষ হিসেবে গড়ো তোলার ক্ষেত্রো হিসেবে বিশেষ ভূমিকা পালন করে। বিশিষ্ট শিক্ষাঅনুরাগী ব্যক্তিত্ব সেরাজ মর্জিনা ফাউন্ডেশন, “সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল, "সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ বাতিঘরে প্রতিষ্ঠাতা জনাব মোঃ মোখলেছার রহমান স্যার। পঁচাত্তর জন দক্ষ, বিচক্ষণ, সুবিবেচনার অধিকারী, দায়িত্বশীল এবং আন্তরিক শিক্ষক তাদের মেধা, শ্রম দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তাদের সহায়তা করার জন্য রয়েছে পনের জন সহায়ক কর্মচারী। অত্র প্রতিষ্ঠানে শিশু শ্রেনি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান কাযর্ক্রম চলমান আছে। সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে দিবাকালীন একাডেমিক পড়াশোনা ও সান্ধ্যকালীন স্পেশাল কেয়ারের শমন্বয়ে সার্বক্ষনিক শিক্ষা কার্জক্রোম তদারকী করা হয়। প্রতিষ্ঠানটিতে ছয়টি শিক্ষার্থী হোষ্টেল রয়েছে  যাদের মধ্যে তিনটি ছাত্রীদের জন্য এবং তিনটি ছাত্রদের আবাসনের জন্য ব্যবহার করা হয়। প্রায় নয় শতাধিক শিক্ষার্থী হোষ্টেলগুলোতে অবস্থান করছে। উপযুক্ত পরিবেশে পাঠদান ও প্রতিদিনের পড়া ক্লাসেই আদায় করে নেয়া সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি অন্যতম বৈশিষ্ট্য । ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে পৃথক ক্যাম্পাস, ক্লাসরুম ও ডায়নিং এর সুব্যবস্থ্যা । শিক্ষার্থীদের শরীরচর্চার জন্য রয়েছে শুবিশাল খেলার মাঠ।

সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই তার ধারাবাহিক সফলতা বজায় রেখেছে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটি বিশ্বস্ত ক্ষেত্র সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে। প্রতিবছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীরা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোতে ভর্তির সুযোগ পাচ্ছে।

আপনার সন্তানের উজ্জল ভবিষ্যৎ বিনির্মানে সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আপনার বিশ্বস্ত অংশীদার হিসেবে আপনার পাশে থাকতে বদ্ধ পরিকর। 

 

Copyright reserved City Residential Model College . 2025

Developed By ZS TECHNOLOGIES